Image description

ঢাকার ধামরাই থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ধামরাইয়ের কালামপুর আদর্শ গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিপ্লব ধামরাইয়ে একটি সুতা তৈরির কারখানায় কাজ করতেন। নিহত সুদির দিগার মাছ শিকার করতেন।

প্রাথমিকভাবে জানা যায়, গত পরশু দিন তাঁরা দুজন মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়ে এবং আজ ভোর রাতের দিকে মারা যান।

ওসি মনিরুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।