
বরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগের একটি মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপিরই কিছু নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এই মামলার বাদী হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছগির হাওলাদার। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তালতলী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
চলতি বছরের ৩০ জুলাই মো. ছগির হাওলাদার বাদী হয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি দুই বছর আগে বিএনপির দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু এবং আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মতিয়ার রহমান সহ ১০১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী ছগির হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ১৫-২০ জন বিএনপি নেতা-কর্মীকেও এই মামলায় আসামি করেছেন। অভিযোগকারীদের দাবি, জমি দখল, মামলা বাণিজ্য এবং নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। আসামিদের তালিকায় যুবদল ও শ্রমিক দলের বেশ কয়েকজন নেতার পাশাপাশি রাখাইন সম্প্রদায়ের নিরীহ লোকজনও রয়েছেন।
বিক্ষোভকারী বিএনপি নেতা-কর্মীরা ছগির হাওলাদারকে দল থেকে বহিষ্কার এবং শাস্তির দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি একটি জঘন্য কাজ যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
মামলার বাদী মো. ছগির হাওলাদার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কেবল আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই মামলা করেছেন এবং রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্যই তার বিরুদ্ধে এই বিক্ষোভ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানিয়েছেন, তদন্তে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, কেবল তাদের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হবে।
Comments