
দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট, বিশিষ্ট ভূ-রাজনীতিবিদ, ডাকসুর সাবেক ভিপি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ছিদ্দিক নূরুন্নেছা হাই স্কুলের প্রতিষ্ঠাতা ড. ফেরদৌস আহমদ কোরেশী-এর ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট রবিবার, ফেনীর দাগনভূঞা উপজেলার বাসুদেবপুরে অবস্থিত ছিদ্দিক নুরুন্নেছা মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে স্কুলের পরিচালনা ও উন্নয়ন কমিটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইয়াছিন সুমন, আবু তাহের, নুরুল আলম খান,নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাংবাদিক কচি সুমন পাটোয়ারী, তোবারক উল্যাহ সোহেল, পরিচালনা পর্ষদের প্রধান ইকবাল ছিদ্দিক, স্কুল প্রধান শিক্ষক আবদুর রহিম, সদস্য কাজী জালাল সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ড. ফেরদৌস আহমদ কোরেশী ছিলেন একাধারে একজন কৃতি সাংবাদিক, নির্ভীক রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। জাতির সংকটকালীন সময়ে তিনি জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। শিক্ষা বিস্তারে তাঁর অবদান অনস্বীকার্য।
এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Comments