Image description

বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে মনোমালিন্যের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, রুমিন তাদের জন্য উপহার পাঠিয়েছেন। তিনি বলেন, “উনি লোক পাঠিয়ে আমাদের সমস্যার খোঁজ নিয়েছেন এবং উপহার পাঠিয়েছেন। এটি পজিটিভ বার্তা, আমাদের অবশ্যই স্বাগত জানানো উচিত।”

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ ব্যানারে এনসিপি বিজয়নগর উপজেলা কমিটির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসনাত। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাসনাত বলেন, “বিএনপি নির্বাচনের কথা বলছে, আমরা নির্বাচনের পাশাপাশি সংস্কার ও বিচারের কথা বলছি। পুলিশ যেন বিনা মামলায় কাউকে তুলে না নেয়, এর সমাধান এখনও হয়নি। সংস্কারের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি নুরুল হক নুর, তারেক জিয়া ও খালেদা জিয়ার উপর অতীতের হামলার প্রসঙ্গ তুলে বলেন, “নিয়ম পরিবর্তন না হলে আমাদের একই পরিণতি হবে। সংস্কারের জন্য ঐক্য দরকার।”

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম, মো. আতাউল্লাহ ও বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী বক্তব্য দেন।