Image description

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আজ মঙ্গলবার সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারা ড. ইউনূসকে পছন্দ করেন, কিন্তু নির্বাচন নিয়ে কোনো টালবাহানা যেন না করা হয়। তিনি বলেন, 'বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করুন।' তিনি আরও বলেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে চায় না। তিনি সেই সব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন করা সম্ভব নয়।

সমাবেশে জয়নুল আবদিন ফারুক সেনবাগ থানা-পুলিশের প্রতি প্রশ্ন রাখেন যে, যারা এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না। দলের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কাছে যেতে এবং বিভেদ সৃষ্টি না করতে। তিনি হুঁশিয়ারি দেন, নতুন লোক আমদানি করে এই দেশে রাজনীতি করা কঠিন হবে।

সেনবাগ বাজারে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তার নেতৃত্বে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।