
ঢাকার ধামরাইয়ে পাঁচ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে সোহাগ (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সজীব মাহমুদ জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযুক্ত সোহাগকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহাগ ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের গান্ধুলিয়া এলাকার বাসিন্দা। তিনি একই ইউনিয়নের বারবাড়িয়া এলাকার শাহাবুলের বাড়ির ভাড়াটিয়া।
ভুক্তভোগী শিশু বারবাড়িয়া এলাকার মিজানের বাড়ির ভাড়াটিয়া। সে ভোলার চরফ্যাশন উপজেলার চরমনসা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এ সময় অভিযুক্ত তাকে ঢেকে নিয়ে একটি ধইঞ্চা ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলৎকার করে। এতে বাঁধা দিলে তাকে চড়থাপ্পড় ও মারধর করে। পরে তাকে ছেড়ে দেয়। পরে বাসায় ফিরে ব্যথার কথা জানালে মা জিজ্ঞেস করলে বলৎকার ও মারধরের কথা জানায় সে। পরে থানায় গিয়ে অভিযোগ করলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, অভিযুক্তের মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
Comments