Image description

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে শুরু হয়ে হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়।

স্থানীয় সূত্র জানায়, এই মিছিলে ২৫ থেকে ৩০ জন কিশোর-তরুণ অংশ নেয়, যাদের হাতে ছাত্রলীগের ব্যানার ও ফেস্টুন ছিল। মিছিলকারীরা 'অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে' এবং 'শেখ হাসিনা ফিরবে' বলে স্লোগান দেয়। মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগ কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব এই মিছিলের একটি ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন লাখ লাখ নিরপরাধ মানুষ বহন করছে। কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে তাদের নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছে।"

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, "খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"