
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার লতিফ মোড় নামক এলাকা থেকে পুলিশ পরিচয়ে গতকাল সকাল অনুমানিক ৯ টার পরে মাদক বহনকারী একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি থেকে দুই বস্তা গাঁজা ও ফেনসিডিল ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বৃহস্পতিবার সকাল অনুমানিক ৯ টার পরে একটি ভ্যান গাড়িতে দুইটি বস্তা নিয়ে চালক আসছিল এমন সময় দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে এসে পুলিশ পরিচয়ে ভ্যান গাড়িটির গতি রোধ করে বস্তা দুইটি উঠিয়ে নেই পরে আমরা জানতে পারি সেই বস্তায় ১৬ কেজি গাঁজা ও ৫০ বতল ফেন্সিডিল ছিলো।
এসময় এলাকাবাসী আরো বলেন দৌলতপুরে বর্তমানের মাদকের ছড়াছড়ি পুলিশ তেমন কাজ করছেনা তাই পাবলিকি মাদক ব্যবসায়ী আবার পাবলিকি পুলিশ। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক।
এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, আমি বিষয়টি অবগত আছি। এবং ঘটনা স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Comments