Image description

গাজায় চলমান মানবিক সংকটে ত্রাণ বিতরণে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স বিমান থেকে সাহায্য ফেলেছে। এর মধ্যে স্পেন, জার্মানি ও ফ্রান্স প্রথমবারের মতো গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল।

শুক্রবার (১ আগস্ট) দ্য টাইমস অব ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে যুক্ত করা ফুটেজে মধ্য গাজার ওপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। যদিও ভিডিওটির দিনক্ষণ উল্লেখ করা হয়নি। এই পদক্ষেপগুলো গাজার জনগণের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক মহলের সম্মিলিত প্রচেষ্টার অংশ।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ এখনও বিমান থেকে আজকের সাহায্য পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে পূর্বে বলেছে, এটি গাজা উপত্যকায় মানবিক প্রতিক্রিয়া উন্নত করার লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপের অংশ।

প্রসঙ্গত, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি ও খাদ্য সহায়তা কেন্দ্রগুলোয় ইসরায়েলি হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজা সফরে যাচ্ছেন।

শুক্রবার তিনি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিকে সঙ্গে নিয়ে গাজায় প্রবেশ করবেন এবং সেখানে খাদ্য সহায়তার বাস্তব পরিস্থিতি ঘুরে দেখবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, দূত গাজায় বিভিন্ন সহায়তা বিতরণ কেন্দ্র পরিদর্শন করবেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলবেন—তাদের দুর্দশা সরাসরি জানার জন্য। সফর শেষে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিস্থিতি জানিয়ে একটি চূড়ান্ত খাদ্য সহায়তা পরিকল্পনা উপস্থাপন করবেন উইটকফ।

এই সফরের ঠিক এক দিন আগেই ইসরায়েলি হামলায় গাজাজুড়ে অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গত কয়েক সপ্তাহে দুর্ভিক্ষ ও অপুষ্টিজনিত কারণে আরও দুই শিশুর মৃত্যুর খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।