
রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজি ও মুরগির দাম বেড়েছে। ক্রেতারা অভিযোগ করেছেন, বর্ষার অজুহাত দেখিয়ে সবজির দাম বাড়ানো হয়েছে। বিভিন্ন ধরনের সবজির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়ে গেছে, যা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনায় ব্যয় বাড়াচ্ছে। শুক্রবার কারওয়ান বাজার এবং মালিবাগ বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
অন্যদিকে, সোনালি মুরগির দামও বেড়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও মুরগির দাম না কমায় ভোক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে, ইলিশের বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও দাম অপরিবর্তিত রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, ইলিশের চাহিদা থাকলেও বাজারে তার প্রভাব পড়েনি।
এসব বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রকারভেদে কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকা, বরবটি কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে ঝিঙা ৬০ টাকা, কাঁচামরিচ প্রকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পেঁপে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে করলার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো কেজিতে ২০ টাকা বেড়ে ১২০ টাকা, ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, দেশি শসা ৮০ থেকে ১০০ টাকা ও হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচাকলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, কাঁকরোল ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সরবরাহ বাড়লেও গত সপ্তাহের দামেই ইলিশ বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ টাকা, ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রামের ইলিশ ১ হাজার ২০০ টাকা, ৩০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা ও ১৫০ থেকে ২০০ গ্রামের ইলিশ ৬০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গরুর মাংস কেজি প্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে এক ডজন লাল ডিম ১৪০ টাকা, হাঁসের ডিম ২২০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
Comments