আনোয়ারার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও যুবলীগ নেতা জালাল শাহ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি যুবলীগ নেতা মো. জালাল উদ্দীন শাহ (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা থানার রাঙাদিয়া পুলিশ ফাঁড়ি তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জালাল শাহ র্যাব ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকার অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। জালাল শাহ স্থানীয় দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহ'র ছেলে এবং আনোয়ারা উপজেলা যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
আনোয়ারা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের সাগরপথে বিদেশি মদ ও ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর আগে ২০১৬ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় দুই হাজার ইয়াবাসহ তাকে পারকি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও আনোয়ারা সহ চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জালাল শাহ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে স্থাপনা নির্মাণ করে সেখানে মাছের ব্যবসা করতেন। গোবাদিয়া মাছের চর এলাকায় তার শতাধিক মহিষও রয়েছে। বিগত সরকারের আমলে তিনি এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। নারী ধর্ষণের ঘটনায় একবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, "আনোয়ারার তালিকাভুক্ত মাদক ব্যবসার গডফাদার ও যুবলীগ নেতা মো. জালাল শাহকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
Comments