
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে ইয়াছমিন (৯) ও জান্নাতুল ফেরদাউস (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার সাকসি গ্রামের ভূঁইয়া বাড়ির পুকুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াছমিন সাকসি গ্রামের মো. দাউদের মেয়ে এবং জান্নাতুল তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। তারা দুজনেই নগর শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। ইয়াছমিন চতুর্থ শ্রেণিতে এবং জান্নাত তৃতীয় শ্রেণিতে পড়ত। জানা গেছে, জান্নাতের মা আগে মারা গেছেন এবং সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।
স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে যাওয়ার আগে ইয়াছমিন ও জান্নাত বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়েছিল। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসীর সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহাদাৎ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "পানিতে ডুবে যাওয়া দুটি শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।"
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চৌধুরী জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। যেহেতু কারো কোনো অভিযোগ নেই, তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Comments