
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। সোমবার (২১ জুলাই) এমন তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
মৃত্যু হওয়া ব্যক্তির নাম মো. মুজিবুর রহমান (৫৫)। তিনি নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা। সোমবার নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিনি করোনার পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিনদিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে সিভিল সার্জন অফিসের নিয়মিত প্রকাশিত করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তিনজনই শেভরন ডায়াগনস্টিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কোভিড সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলায় ২১৭ জন রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া কোভিড আক্রান্ত হয়ে নিহত ৯ জনের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন বিভিন্ন উপজেলার এবং একজন নোয়াখালীর বাসিন্দা।
Comments