Image description

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ও নয়াকান্দি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ দুপুরে ২টার সময় রাজৈর থানাধীন কামালদী এলাকায়। হানিফ পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৭৮০২) ও একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ওভারটেক করার সময় পিকআপটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পড়ে যায়। এতে পিকআপের দুই আরোহী, শাকিব (২১), পিতা: নান্নু শেখ, আমির হামজা (১৭), পিতা: অজ্ঞাত, উভয়েই পশ্চিম রাজৈর এলাকার বাসিন্দা, গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঘটনার পর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

অপরদিকে, একই দিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে, রাজৈর থানাধীন নয়াকান্দি প্রাইমারি স্কুলের সামনে আরেকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকাগামী ইউরো পরিবহনের একটি বাস (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৩-২৩০৮) বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে হঠাৎ ব্রেক করলে বাসটি সড়কের পাশে কাঁচা মাটিতে চেপে দেবে যায়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত হাইওয়ে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।