দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: দলগুলো একমত হতে পারেনি, সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন

দেশের মৌলিক সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলস্বরূপ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার এখন স্বয়ং জাতীয় ঐকমত্য কমিশনের ওপরই ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি নিয়ে আগেও বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং অধিকাংশ দল ও জোট এর পক্ষে সমর্থন দিয়েছে। তবে আজকের আলোচনায় উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত দেখা যায়। কিছু দল ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে মত দিলেও, অন্যরা আসনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে।
যেহেতু দলগুলো এ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি, তাই একাধিক দিনের আলোচনার পর অবশেষে এই সিদ্ধান্তের ভার কমিশনের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে।
অধ্যাপক আলী রীয়াজ জানান, জাতীয় ঐকমত্য কমিশন আগামী দিনগুলোতে নিজেদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং খুব দ্রুত, সম্ভবত আগামী সপ্তাহের শুরুতেই তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানাবে। তিনি জোর দিয়ে বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসা জরুরি।
আলোচনায় তিনটি বিষয় থাকার কথা থাকলেও, সময় স্বল্পতার কারণে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংবিধান সংশোধন নিয়েই মূলত আলোচনা হয়েছে। সংসদে নারীর প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
Comments