ঢাকায় ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৪টায় শহরের বনরুপা বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মিছিলে নেতৃত্ব দেন, গণধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান এবং বৈষম্য বিরোধী ছাত্রনেতা ইমাম হোসেন ইমু।
এছাড়াও বিক্ষোভে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল আলম, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া ইসলাম সাঈদা এবং মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।
Comments