Image description

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর স্বামীর নাম মো. সুমন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।