
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেফতার হয়েছেন চান্দিনা পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম (৫৫)। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মফিজুল ইসলামকে গ্রেফতারের পর কুমিল্লায় পাঠানো হয়েছে।
মফিজুল ইসলাম মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও কুমিল্লার চান্দিনা থানায় তার বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা বিচারাধীন।
রাজনৈতিক জীবনে মফিজুল ইসলাম ১৯৮৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি চান্দিনা উপজেলা যুবলীগে যোগ দেন এবং ১৯৯৯ সাল থেকে চান্দিনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৬ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চান্দিনা পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং ২০২১ সাল পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
Comments