মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড 'পরিকল্পিত', নির্বাচন পেছানোর ষড়যন্ত্র: এম এ আজিজ

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে 'পরিকল্পিত' আখ্যা দিয়ে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, এই ঘটনার পেছনে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কাজ করতে পারে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।
এম এ আজিজ বলেন, সোহাগ হত্যাকাণ্ডের পর পুলিশ যে এজাহার লিখেছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নিহত সোহাগের মেয়েরা দাবি করেছে যে, তাদের মা সহজ-সরল হওয়ায় পুলিশ যা লিখেছে, তাতেই স্বাক্ষর করেছেন। কিন্তু এজাহারে যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে প্রকৃত খুনিদের তিনজনের নাম নেই। তিনি আরও উল্লেখ করেন, নিহতের মেয়েরা নাকি দেখেছে, দুজন লোক এসে পুলিশ অফিসারের সঙ্গে গোপনে বারবার কথা বলছিল।
এই পরিস্থিতিতে এম এ আজিজ জোর দিয়ে বলেছেন, "এটার তদন্ত এই পুলিশ দিয়ে হবে না। কারণ এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তারা এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যাতে করে ওই অজুহাতে নির্বাচন দিতে না হয়।"
তিনি আরও বলেন, "তারেক রহমান আমাদের চেয়ে লন্ডনে বসে বেশি খবর রাখেন। তিনি প্রথমে বলেছেন— যে যুবকটি হত্যা করল, তার নাম এজাহারে নেই। তার নামে মামলা নেই।" নিহতের মেয়ের বক্তব্যের সঙ্গে তারেক রহমানের কথার মিল খুঁজে পান এম এ আজিজ এবং পুনরায় উল্লেখ করেন যে, নিহতের মেয়েও বলেছে, তার মা এজাহারে যাদের আসামি দিয়েছে, তাদের নাম পাল্টে ফেলা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি যুবদলের কর্মী ছিলেন এবং ঘটনাটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ঘটেছে উল্লেখ করে এম এ আজিজ প্রশ্ন তোলেন, "যারা খুনটা করল, তাদের নাম এজাহারে নেই। তারা অভিযুক্তের তালিকায় নেই। তাহলে এরা কারা? এদেরকে কি হায়ার করা হয়েছে? এই হত্যাকাণ্ড কি পরিকল্পিত?" এই প্রশ্নগুলো তুলে তিনি হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেন।
Comments