Image description

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকাল ৪  টার দিকে ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জানা যায়, গত ১১ এপ্রিল উপজেলার পলিয়ানপুর সীমান্তে বিএসএফ বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামকে পিটিয়ে হত্যা করে।

জানা যায়, গত ১১ এপ্রিল মহেশপুরের পলিয়ানপুর এলাকায় বিএসএফ বাংলাদেশি যুবক ওয়াসিম আকরামকে পিটিয়ে হত্যা করে। পরে ওই যুবকের মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ওই যুবকের পরিবার বিজিবিসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। 

বিজিবি একাধিকবার পতাকা বৈঠক এবং কূটনৈতিক প্রচেষ্টা চালানোর পর গত ৩ জুলাই ভারতীয় পুলিশ নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তরের সম্মতি দেয়।

 ৫ জুলাই দুপুরে ভারতীয় পুলিশের দায়িত্বরতরা বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ওয়াসিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।