Image description

চট্টগ্রামের চন্দনাইশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বতী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৫ জুলাই) সাড়ে বারটার দিকে চন্দনাইশের পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডস্থ গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার ও মহাপরিচালক  ইসলামিক ফাউন্ডেশন আঃ ছালাম খান এবং উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন, সহকারি কমিশনার (ভুমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান। 

এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ‍্যাপ্টারের চেয়ারম্যান এম এ হাশেম রাজু, জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত সংসদ সদস‍্য প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, চন্দনাইশ জামায়াতের আমীর মাও. মোহাম্মদ কুতুবউদ্দিন, পৌর জামায়াতের আমীর কাজী কুতুবউদ্দিন চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আব্দুল মন্নান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হানসহ স্থানীয় কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।