Image description

রাজবাড়ীতে রাতে দায়িত্ব পালনকালে ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মিজানুর রহমান (৫৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফরিপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুরিয়া সদরদী গ্রামে। সে রাজবাড়ী সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রোববার (১৪ জুলাই) জেলা পুলিশের এক শোক বার্তায় এ তথ্য জানান পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।

শোক বার্তা থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে মিজানুর রহমান মোবাইল ডিউটিতে ছিলেন। ডিউটিকালীন রাত ১২ টা ১০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকায় একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এসময় তিনি পিচ ঢালা রাস্তায় পড়ে মাথায় গুরুতর  আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মিজানুর রহমানের মেয়ের জামাই মাসুদুর রহমান জানান, তার শ্বশুরের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার কাপুড়িয়া সদরদি এলাকায়। চাকরির সুবাদে রাজবাড়ী সদর থানার ব্যারাকে থাকতেন। ২ বছর পর অবসরে যাওয়ার কথা ছিল তার।
 
দুই সন্তানের জনক মিজানুর রহমান। সন্তান ও স্ত্রী শিল্পী বেগম গ্রামের বাড়িতে থাকেন।

রাজবাড়ী সদর থানার ওসি মো. ইফতে খারুল আলম প্রধান জানান, কনস্টেবল মিজানুরের মরদেহ ঢাকা থেকেই তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।

মানবকণ্ঠ/এসআরএস