Image description

রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফার্মগেটে বিস্ফোরণে ৪ জন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) রাত ১২টার দিকে এই ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরিত হয়, এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময়ে মহাখালী এসকেএস টাওয়ারের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে সেখানকার কোনো আহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, "ককটেলের আওয়াজ পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলটি রাস্তায় ফেলা হয়েছে।" 

তিনি আরও জানান, পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এই আকস্মিক বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।