Image description

প্রথমবারের মতো এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ অর্জন করে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে গতকাল মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাতে এক জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর গতকাল দিবাগত রাত ২টার দিকে দেশে ফিরেছেন তারা। পূর্ব ঘোষণা অনুযায়ী, তাদের বরণ করে নিতে মধ্যরাতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর পরই জাতীয় নারী ফুটবল দলকে সরাসরি হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। সেখানে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং কোচ পিটার বাটলার।

জাতীয় দলকে মধ্যরাতে অভ্যর্থনা জানানোর বাফুফের সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, কেন এত তড়িঘড়ি করে এই আয়োজন? তবে জানা গেছে, দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের আজ সকালেই ভুটান লিগে খেলতে যাওয়ার কথা ছিল। ঋতুপর্ণা এবং মনিকা চাকমাসহ আরও তিন নারী ফুটবলার দু-তিন দিনের মধ্যেই ভুটানের উদ্দেশ্যে রওনা দেবেন। পুরো দলকে একসঙ্গে আর দীর্ঘদিনের জন্য পাওয়া যাবে না বলেই গতকাল রাতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়।