Image description

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সোহাগ পরিবহনের মালিক আলী হাসান পলাশ তালুকদার এবং তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সোয়া ১১টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন এলাকায় প্রায় ৬০-৭০ জনের একটি দল এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, কাউন্টারের সামনে দুই যুবক সিগারেট খাচ্ছিলেন। কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপরই ওই যুবকরা আরও লোক ডেকে এনে কাউন্টারে ভাঙচুর ও হামলা করে। এতে কাউন্টারের গ্লাস ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

আলী হাসান পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম জানান, হামলাকারীরা পলাশ তালুকদারের গাড়ি ভাঙচুর করেছে এবং তার বাসভবনের গেটেও হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গাড়িচালক মামুনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে রমনা মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে যে, প্রায় ৬০ থেকে ৭০ জন লোক এই হামলায় জড়িত। তাদের ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছেন। তবে কারা এই হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।