Image description

রাজধানীর রামপুরার মেরাদিয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. শরীফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভবনটিতে রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শরীফুলের সহকর্মী আহমেদ আলী জানান, রোববার রাত ১১টার দিকে শরীফুল অসাবধানতাবশত ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

শরীফুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। নিহত শরীফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাজানী গ্রামের বাসিন্দা।