
করপোরেট ইভেন্ট, বিয়ে, প্রদর্শনী, মেলা ও সামাজিক অনুষ্ঠানের জন্য শীর্ষ পছন্দ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল) নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। আগামী বছরের জুলাই পর্যন্ত ভেন্যু বুকিংয়ে ৫০% ছাড় (শর্তাবলী প্রযোজ্য) ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এই ছাড় শুধু ভেন্যু ভাড়াতেই নয়, এলইডি স্ক্রিন, লাইটিং ও সাউন্ড সিস্টেমেও প্রযোজ্য।
১৪ হাজার বর্গফুটের আধুনিক স্পেসে অবস্থিত আইসিসিএলের স্যাফায়ার ও এমেরাল্ড হল রাউন্ড-টেবিল সেটআপে ৮০০ জন এবং থিয়েটার স্টাইলে ১ হাজার ২০০ জন অতিথি ধারণে সক্ষম। অত্যাধুনিক এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড ও স্টাইলাক্স লাইটিং ব্যবস্থা ইভেন্টগুলোকে করে তুলবে আরও আকর্ষণীয়। এছাড়া, স্বয়ংক্রিয় কিচেন ও স্বাস্থ্যকর খাদ্য ব্যবস্থাপনা আপনার ইভেন্টকে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ করবে।
এই অফারের বিশেষ সুবিধা হলো, একবার বুকিং করলে আগামী ১২ মাসের মধ্যে যেকোনো সময় ভেন্যু ব্যবহার করা যাবে। আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন, “আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ৫০% ছাড় আমাদের সেই প্রতিশ্রুতির অংশ।”
Comments