Image description

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ডাকা মহাসমাবেশ থেকে পূর্বঘোষিত সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর এই প্রতিনিধি দলটি পুলিশের সহায়তায় সচিবালয়ে প্রবেশ করে। হাজার হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। শিক্ষকদের এই পদযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।

শিক্ষক নেতারা জানান, শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিনিধি দলটি তাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলবে এবং আশা করছে একটি ইতিবাচক ফলাফল নিয়ে ফিরবে।

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, ২০১৮ সালে দেওয়া ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতার পর জাতীয়করণের প্রতিশ্রুতি পূরণ করা। বর্তমান অন্তর্বর্তী সরকার উৎসব ভাতা ২৫% বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দিলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ কারণেই শিক্ষকরা আন্দোলনে নেমেছেন এবং দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।