Image description

হজ ও ওমরাহ নিয়ে প্রতারণা, অতিরিক্ত খরচ ও বিভ্রান্তির অভিযোগ দীর্ঘদিনের। এ বছর সেই পুরনো চিত্র বদলানোর লক্ষ্যেই ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে ‘হজ ও ওমরাহ মেলা ২০২৫’, যেখানে সরাসরি অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগ ও প্যাকেজ চুক্তির সুযোগ পাবেন আগ্রহীরা।

আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য।

২০২৬ সালের হজ কার্যক্রম আরো সুশৃঙ্খল, হয়রানিমুক্ত ও মানসম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনায় আমরা এবার আগের চেয়ে আরো বেশি জিরো টলারেন্স নীতিতে যাচ্ছি। এই মেলায় আমাদের ইসি কমিটিসহ এজেন্সি মালিকগণ সরাসরি উপস্থিত থাকবেন।

হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ‘প্রতি বছরই দেখা যায় সাধারণ মানুষ অসাধু ও অবৈধ এজেন্সির চটকদার বিজ্ঞাপনে প্রভাবিত ও প্রতারিত হয়। তাদের ফাঁদে পড়ে অনেকে অতিরিক্ত খরচ, ভোগান্তি ও হয়রানির শিকার হন। এসব বন্ধে একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও একীভূত ব্যবস্থার প্রয়োজন, যার একটি বড় অংশ হচ্ছে এই জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ মেলা। বৈধ হজ এজেন্সি ও হজ-ওমরাহ যাত্রীদের মধ্যে এই মেলা যোগসূত্র তেরি করবে।’

এবারের আয়োজনে প্রায় ১৫০টি অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি অংশ নিচ্ছে, যারা হাজী ও ওমরাহযাত্রীদের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ও তথ্যসেবা প্রদান করবে। অংশগ্রহণকারীরা নিজের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী উপযুক্ত প্যাকেজ বেছে নিতে পারবেন। এছাড়া টিকিট বুকিং, অর্থ লেনদেন এবং অন্যান্য ভ্রমণ-সম্পর্কিত সহায়তার জন্য মেলায় উপস্থিত থাকবেন বিভিন্ন ব্যাংক ও এয়ারলাইনসের প্রতিনিধিরা।