
রাজধানীর উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসাসেবায় সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল আজ বিকেলে ঢাকায় আসছে। মঙ্গলবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ব্রিগেডিয়ার জেনারেল কমান্ড্যান্ট এস এম সোলায়মান এই তথ্য জানিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল সোলায়মান জানান, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আহতদের দেশের বাইরে পাঠানোর বিষয়েও এই চিকিৎসক দলটি পরামর্শ দেবে। এছাড়া, সিএমএইচ থেকে গুরুতর আহত দুজনকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হবে।
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments