Image description

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি ০১৯৪৯০৪৩৬৯৭ বলেও জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানী ঘটেছে। দগ্ধ হয়েছে আরও ৫০ জন।

এদিকে আহত দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল বার্ন ইউনিট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজ নেয়া হয়েছে। এসব আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।  
 
এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৬০ জনকে আনা হয়েছে, আসলে বড় সংখ্যক মানুষের জীবনের ঝুঁকি আছে।
 
তিনি আরও বলেন, আসলে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, তবে এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। ঘটনা ঘটার পর সব প্রস্তুতি নেয়া হয়েছে। ৩০ থেকে ৩৫ জনকে ভেতরে নেয়া হয়েছে। অনেক মানুষ আহত হয়েছেন।