Image description

দক্ষিণ আমেরিকার সুরিনামে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিফার সাইমনস। গতকাল রোববার তাকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। সাইমনস পেশায় একজন চিকিৎসক এবং দেশটির সংসদের সাবেক স্পিকার।

জাতীয় পরিষদ দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করে। মে মাসের নির্বাচনে ক্ষমতাসীন দল এবং প্রধান বিরোধী দল সংসদে প্রায় সমান আসন পায়। পরে তার দল একটি জোট গঠন করে। জোটের পর সাইমনসকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে উভয় দল সম্মত হয়। খবর সিএনএন ও এবিসি নিউজের

চলতি বছরের ২৫ মে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে সাইমনসের বিরোধী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ১৮টি আসন পায়। বর্তমান প্রেসিডেন্ট চান সান্তোখির প্রগ্রেসিভ রিফর্ম পার্টি পায় ১৭টি আসন। ছোট দলগুলো বাকি ১৬টি আসনে জয় লাভ করে।

সুরিনামের প্রেসিডেন্ট নির্বাচিত হন পরোক্ষভাবে। সাধারণ নির্বাচনের পর জাতীয় পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির পক্ষে ভোট দেন। রাষ্ট্রপতি পদে জয়ের জন্য একজন প্রার্থীকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয়।