Image description

ব্রিকস জোটের সদস্য দেশগুলোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যারা এই জোটের 'আমেরিকাবিরোধী নীতিতে' নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, "যে কোনো দেশ ব্রিকসের আমেরিকাবিরোধী নীতিতে নিজেদের যুক্ত করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম থাকবে না। সতর্ক থাকার জন্য ধন্যবাদ!"

যদিও ট্রাম্প তার এই মন্তব্যে সুনির্দিষ্টভাবে কোন নীতিকে 'আমেরিকাবিরোধী' হিসেবে চিহ্নিত করেছেন, তা তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি, তবে তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র জল্পনা তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ব্রিকসের সাম্প্রতিক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অর্থনীতিতে তেল, মুদ্রা ও বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর ক্রমবর্ধমান প্রবণতাই ট্রাম্পের এই প্রতিক্রিয়ার মূল কারণ হতে পারে।

২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চিনকে নিয়ে ব্রিকস যাত্রা শুরু করে এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হয়। গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও ছয়টি দেশ এই জোটে যোগ দেয়। এই সম্প্রসারণকে আন্তর্জাতিক অর্থনীতিতে পশ্চিমা আধিপত্যের বিকল্প হিসেবে একটি শক্তিশালী জোট গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে, ট্রাম্পের মতে, ব্রিকসের কিছু নীতি আমেরিকার জাতীয় স্বার্থের সরাসরি বিরুদ্ধে যায়।