Image description

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের কারণে দেশে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

শফিকুল আলমের দেওয়া তথ্য অনুযায়ী, জুন ২০২৫ মাসের উপাত্তে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।

তিনি আরও উল্লেখ করেন যে, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও কমতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে বলে প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করেন।