Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হাউজ টিউটরবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সদস্যদের মধ্যে ছিলেন ভিপি আব্দুল আজিজ, জিএস মোকলেসুর রহমান জাবির, এজিএস রিয়াজউদ্দিন সাকিবসহ মোট ১৩ জন প্রতিনিধি। প্রভোস্ট এবং শিক্ষকমণ্ডলী নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষামূলক কার্যক্রমের উন্নয়ন এবং হলের সুস্থ সাংগঠনিক পরিবেশ বজায় রাখার জন্য নতুন সংসদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষার্থী মোহাম্মদ আল-আমিন রাকিব বলেন, “নতুন সংসদ আমাদের পড়াশোনা, প্রার্থনা এবং সামাজিক কার্যক্রমের জন্য আরও উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, তারা আমাদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

নবনির্বাচিত সদস্যরা তাদের বক্তব্যে হলের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংসদ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা সকল শিক্ষার্থীকে তাদের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সমন্বিত ও গতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যের কথা জানান।

মাস্টারদা সূর্য সেন হল সংসদের এই নতুন যাত্রা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে সমৃদ্ধ ও সফল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।