কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য শিক্ষার্থীদের ৩০ লাখ টাকা অনুদান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণা কাজে উৎসাহিত করতে প্রথমবারের মতো ৩০ লাখ টাকার অনুদান বরাদ্দ করেছে। ২০২৫-২৬ অর্থবছরের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট থেকে গবেষণা খাতে ২ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে এই ৩০ লাখ টাকা স্নাতকোত্তর শিক্ষার্থীদের থিসিসের জন্য ব্যয় করা হবে। পাশাপাশি পিএইচডি শিক্ষার্থীদের জন্য পৃথক অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তর জানায়, আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলামের অধীনে মিক্সড মোডের শিক্ষার্থীদের এই অনুদানে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, সাধারণ কারিকুলামের থিসিস মোডের শিক্ষার্থীদের আবেদনও বিবেচনা করা হবে। যারা অন্য কোনো ফেলোশিপ বা স্কলারশিপ পাচ্ছেন, তারা এই অনুদানের আওতায় পড়বেন না।
গবেষণা দপ্তরের প্রধান অধ্যাপক ড. বেলাল উদ্দিন বলেন, “চলতি অর্থবছরে শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়নের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। সকল বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এই অনুদান প্রদান করা হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান জানান, “এই বাজেট শিক্ষার্থীদের আর্থিক স্বস্তি দেবে এবং গবেষণার প্রতি তাদের আগ্রহ বাড়াবে। এর ফলে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি পাবে।”
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, “শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে এই অনুদান দেওয়া হচ্ছে। এটি তাদের আর্থিক চাপ কমাবে, যাতে তারা টিউশনের পরিবর্তে সম্পূর্ণ মনোযোগ গবেষণায় দিতে পারে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মানসম্পন্ন গবেষণায় সহায়তা করবে।”
Comments