Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এবং এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলন ২০২৫ বুধবার শহীদ সুখুরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ সম্মেলনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক কর্মশালা এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সিওয়াইবি রাবি শাখার সভাপতি মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন, সিওয়াইবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রিয়াজ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, “ভোক্তা অধিকার শুধু আইনি বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। ফরমালিনযুক্ত ফলমূল ও অনিরাপদ খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা নিরাপদ খাদ্য ও ন্যায্য বাজার ব্যবস্থার পক্ষে কথা বলবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের সচেতন ভোক্তা হিসেবে গড়ে উঠতে হবে, যাতে তারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।” তিনি ক্যারিয়ার গঠনে সিভি ও রেফারেন্সের গুরুত্বও তুলে ধরেন।

সম্মেলনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন নিয়ে সেশন পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার পরিচালনা করেন গবেষক মোহাম্মদ তালহা ও বিওয়াইএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ কাজী শামস ইমতিয়াজ বার্তা।

সমাপনী পর্বে চার শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।