
ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোয় 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে সেনাবাহিনীকে রাখার ঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, সামরিক শাসনামলেও এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা।
অতীতে জাতীয় নির্বাচনের সময় সেনা মোতায়েন করতে দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে 'নজিরবিহীন'।
এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কারো সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
আমাদের কারো সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের জন্য এটা প্রচণ্ড রকমের লজ্জাজনক একটা ব্যাপার, বিবিসি বাংলাকে বলছিলেন ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।
একই অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনের আরেক প্রার্থী সাদিক কায়েমও।
Comments