Image description

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বিএইউএসটি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে নতুন একটি বাস সংযোজন করা হয়েছে। নতুন যুক্ত হওয়া বাসটি শিক্ষার্থীদের জন্য সৈয়দপুর-রংপুর রুটে চলাচল করবে। 

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিএইউএসটি’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি বাসটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর), পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহ্উদ্দিন নয়ন (অবঃ) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অবঃ)। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তরপ্রধান, শিক্ষক,কর্মকর্তাওকর্মচারীবৃন্দ, এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থার উন্নয়নে নতুন বাস সংযোজন করতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে রংপুর রুটে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে। 

পরে এই সেবা যাতে নিরাপদ ও কল্যাণময়ভাবে ব্যবহার হয় তার জন্য মোনাজাতে সকলে অংশগ্রহণ করেন।

এর আগে গত ২৪ আগস্ট নিটোল মটরস লিমিটেডের জেনারেল ম্যানেজারসহ অন্যান্য প্রতিনিধিগণ বাসটি বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার (এলপিআর) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজরনাসিম হোসেন (অবঃ) আনুষ্ঠানিকভাবে গাড়িটি গ্রহণ করেন।

নতুন যুক্ত হওয়া বাসটি সৈয়দপুর-রংপুর রুটে চলাচল করবে। এরআগে এ রুটে একটি বাস চলাচল করত। ফলে এখন থেকে রংপুর রুটে বিশ্ববিদ্যালয়ের দুটি বাস থাকবে, যা শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াবে। বর্তমানে বিএইউএসটির নিজস্ব মালিকানাধীন মোট চারটি বাস রয়েছে, এর মধ্যে দুটি সৈয়দপুর-রংপুর রুটে, একটি সৈয়দপুর-দিনাজপুর রুটে এবং একটি সৈয়দপুর-নীলফামারী রুটে চলাচল করছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে বিএইউএসটি কর্তৃপক্ষ যাতায়াত ব্যবস্থা উন্নয়নে নিয়মিত পদক্ষেপ নিয়ে আসছে। নতুন বাস সংযোজনের ফলে শিক্ষার্থীরা নিরাপদ, আরামদায়ক ও সময় সাশ্রয়ীভাবে যাতায়াত করতে পারবে।পুরো অনুষ্ঠানটি আয়োজন করে ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তর।