Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে না। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।

রোববার ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এখন থেকে ভোটার তালিকা কেবল সংশ্লিষ্ট হল এবং দপ্তরগুলোর জন্য উন্মুক্ত থাকবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পোর্টালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশ হওয়ার কারণে বিশেষ করে পর্দানশীন নারী শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্য প্রথমে উপাচার্যের কাছে চিঠি দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় তারা আইনি ব্যবস্থা নেন। ২৩ আগস্ট চিফ রিটার্নিং অফিসারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয় এবং ২৪ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটকারীদের একজন, শিবিরপন্থী প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতেমা তাসনিম ঝুমা বলেন, "পর্দানশীন নারী শিক্ষার্থীদের ছবি নিয়ে হয়রানির ঘটনা ঘটেছে। এটি শুধু নারীদের জন্য নয়, বরং সব লিঙ্গ ও ধর্মের শিক্ষার্থীর জন্যই উদ্বেগজনক।" তিনি আরও জানান, প্রশাসনের সাড়া না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হয়েছিলেন, যার ফলস্বরূপ প্রশাসন তালিকা প্রদর্শন বন্ধ করেছে।

শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন যে, ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা বাংলাদেশের সংবিধানের ৩৯ ও ৪৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক। তারা ভবিষ্যতে একটি সুরক্ষিত লগ-ইন ব্যবস্থার মাধ্যমে শুধু বর্তমান শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত তথ্য দেখার সুযোগ রাখার দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে চিফ রিটার্নিং অফিসারের বিজ্ঞপ্তিতে কোনো সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি।