Image description

নীলফামারীর সৈয়দপুরের কাজীহাট এলাকায় নবনির্মিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের শুভ উদ্বোধন হয়েছে। গত রবিবার এশার আজানের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়। এরপর নামাজ শেষে ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ প্রথম জামাতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী। পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন প্রফেসর ড. আনোয়ারুল হাসান, ড. সৈয়দ এরশাদ আহমদ আল বুখারীসহ স্থানীয় ব্যবসায়ী ও সমাজের প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জুবায়ের, হাজী মোহাম্মদ তাসলিম, হাজী মোহাম্মদ ইকরাম, হাজী মোহাম্মদ ইউসুফ, হাজী আব্দুল করিম (শাহীন), হাজী ইমরান আত্তারী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আনিস, হাজী মোহাম্মদ পারভেজ, যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ। বক্তারা মসজিদের আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হেদায়ত, ঐক্য ও সেবার প্রতীক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও সালাতু সালামের পর মোনাজাতের মাধ্যমে এলাকা, দেশ ও মুসলিম জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য দোয়া করা হয়।