Image description

চট্টগ্রামে রাউজানে নির্বিচারে কাটা হচ্ছে সরকারি সড়কের গাছ। চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ও নোয়াপাড়া সেকশন-০১ সংযোগ সড়কের রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের জামাল স্যারের বাড়ি নামক এলাকা সংলগ্ন একটি কৃষি জমি ভরাট করে সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিচ্ছেন মো. ইয়াছিন নামে এক ব্যক্তি। 

স্থানীয় সূত্র মতে, স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তাকে ম্যানেজ করে কৃষি জমি ভারট করার পর সড়কের পাশের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন মো. ইয়াছিন নামে এক ব্যক্তি। সড়কের গাছগুলো নির্বিচারে কেটে নিয়ে গেলেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। 

এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. ইয়াছিন বলেন, গাছগুলো আমি কাটছি না, যিনি কাটার তিনিই কেটে নিয়ে যাচ্ছেন। 

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ স্টেশন অফিসার এস.এম রেজাউলকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদকে ফোন করা হলে তিনি পৌর প্রশাসকের সঙ্গে যোগাযোগ করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

পরে রাউজান পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কের গাছ কাটার বিষয়ে আমাদের কাছ থেকে কেউ অনুমতি নেয়নি। কেউ অনুমতি চাইলে আমরা অনুমতি দিতামও না।