Image description

রূপগঞ্জে সাংবাদিক নূরে আলমের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ও মিথ্যা পোস্টের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে তিনি নিজে উপস্থিত হয়ে রূপগঞ্জ থানায় “রূপগঞ্জের দুর্নীতির খবর” নামক ভুয়া ফেসবুক আইডির অজ্ঞাত মালিকের বিরুদ্ধে এ জিডি দায়ের করেন।

নূরে আলম, দৈনিক জনকণ্ঠ ও দৈনিক বাংলাদেশ পোস্টের রূপগঞ্জ প্রতিনিধি এবং মঙ্গলখালী এলাকার শাহজাহান হোসেনের ছেলে। জিডির তথ্য অনুযায়ী, ভুয়া ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে মানহানিকর পোস্ট করা হচ্ছে, যা তার সামাজিক ও মানসিক ক্ষতির কারণ হচ্ছে। তিনি বলেন, “এই ভুয়া আইডির মাধ্যমে আমার মান-মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে ব্যর্থ হয়েছি।”

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগটি সাইবার ট্রাইব্যুনালে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।