
মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনগণ রাজপথে নেমেছে। ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরনের 'মাদকের বিরুদ্ধে যুদ্ধ' ঘোষণার পর থেকে নিখোঁজের সংখ্যা দ্রুত বেড়ে প্রায় দেড় লাখে পৌঁছেছে। নিখোঁজদের পরিবার, বন্ধুবান্ধব ও মানবাধিকার কর্মীরা মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোভাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করে ন্যায়বিচার ও প্রিয়জনদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন।
পরিবারগুলোর অভিযোগ, মাদক চক্রে জোর করে নিয়োগ ও হত্যার কারণে এই গুমের ঘটনা ঘটছে। মাদক চক্র ছাড়াও নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অভিযোগ উঠেছে। বিক্ষোভের জেরে মেক্সিকো সিটির প্রধান সড়কগুলো বন্ধ হয়ে যায়।
নিখোঁজদের পরিবার 'বুসকাদোরেস' নামে স্বেচ্ছাসেবী অনুসন্ধান দল গঠন করে গ্রামাঞ্চল ও মরুভূমিতে খোঁজ চালাচ্ছে। এই দলগুলো মাঝে মাঝে মাদক চক্রের তথ্যের ভিত্তিতে গণকবরের সন্ধান করে, তবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সম্প্রতি জলিস্কোতে একটি অনুসন্ধান দল মাদক চক্রের খামার আবিষ্কারের পর কয়েকজন সদস্য গুম হয়েছেন।
জাতিসংঘ এই পরিস্থিতিকে 'বিশাল মানবিক ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করে বলেছে, মেক্সিকোর গুমের ঘটনা লাতিন আমেরিকার ভয়াবহ রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
Comments