
সিরাজগঞ্জ শাহজাদপুরে নৌকা বাইচকে কেন্দ্র করে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদারের পাল্টা পাল্টি চাঁদাবাজির অভিযোগে বাঘাবাড়িতে বিক্ষোভ মিছিল ও বগুড়া-নগরবাড়ি মহাসড়ক সাড়ে ৩ ঘন্টা অবরোধ করে রাখে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
রবিবার(৩১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বাঘাবাড়ি এলাকায় এ অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।
এব্যাপারে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা ও সাধারণ সম্পাদক রমজান আলী অভিযোগ করে বলেন, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতারা দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠনের কাছে চাঁদা দাবি করে আসছে। সম্প্রতি তারা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে এবং মিথ্যা মামলায় নেতাকর্মীদের হয়রানি করছে। এসব ঘটনার প্রতিবাদেই আজকের অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
অপরদিকে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাঘাবাড়ি নদী বন্দরের ইজারাদার আনিসুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক ইউনিয়নের কিছু নেতা আওয়ামী লীগের ইন্ধনে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি দাবি করেন, বাঘাবাড়িতে নৌকা বাইচ আয়োজনে যৌথভাবে অংশগ্রহণের বিষয়ে আলোচনা চলাকালে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। কারন হিসাবে তিনি জানান, তারা নৌকা বাইচকে কেন্দ্র করে তেলের গাড়ী, পাম্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলবে যা আমরা তুলতে বাধাঁ দেওয়ায় উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এই অবরোধ কর্মসূচি করে সাধারণ জনগনকে ভোগান্তীতে ফেলে তারা।
এদিকে নৌ বন্দরের সাথে সংশিষ্টরা জানান, বাঘাবাড়ি পোর্ট এড়িয়ায় নৌকা বাইচের আয়োজন করছে উত্তরবঙ্গ ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন। এই ভরা মৌসুমে পোর্ট এড়িয়ায় নৌকা বাইচের ফলে পোর্টের ইজারাদারের অন্তত ৩০ লক্ষ টাকা ক্ষতি হবে। সেজন্য গত শনিবার ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনার জন্য সেখানে গেলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেই সূত্র ধরেই তারা উদ্ভট অভিযোগ তুলে আন্দোলন করছে।
পরে বেলা দেড়টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
Comments