Image description

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি অভিযোগ করেছেন যে, বর্তমানে দেশে আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বর ও অমানবিক ঘটনা ঘটছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, প্রাচীন আইয়ামে জাহিলিয়াতে যেমন লাশ অঙ্গহানি করা হতো, ক্রোধে মানুষের মাথা, কান বা নাক কেটে নেওয়া হতো, ঠিক তেমনই ঘটনা এখন বাংলাদেশে ঘটছে। তিনি অভিযোগ করেন, মানুষের সহায়-সম্পত্তি নিরাপদ নয় এবং মব তৈরি করে একে অন্যের সম্পত্তি দখল করছে।

তিনি আরও বলেন, রাস্তাঘাটে চুরি, ডাকাতি ও ছিনতাই আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং মানুষ সাহায্য পাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। এমনকি পুলিশও আতঙ্কগ্রস্ত, কারণ ৯৯৯-এ কল করে পুলিশকে ডেকে নিয়ে মারধর করা হচ্ছে।

গোলাম মাওলা রনি বলেন, বাংলাদেশ যেন 'ব্ল্যাক সেপ্টেম্বরের' কবলে পড়েছে, যেখানে একের পর এক অনাহূত ঘটনা ঘটে চলেছে। নদ-নদীতে লাশ ভাসছে। সবচেয়ে জঘন্য ঘটনা হলো, মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তার লাশকে অবমাননা করা হচ্ছে। তিনি বলেন, "পেটানো হচ্ছে, জুতা মারা হচ্ছে। তারপর সেই লাশ পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। এ রকম ঘটনা আমরা মধ্যযুগে শুনেছি, কিন্তু এখন তো আমরা এই ধরনের ঘটনা কল্পনাই করতে পারি না।" তিনি এই ঘটনাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে উল্লেখ করেন।