
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিপ্লবী শক্তির ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হলেও ফ্যাসিবাদী কাঠামো সম্পূর্ণ ধ্বংস না হলে বিজয় উদযাপন সম্ভব নয়। আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি।” তিনি সতর্ক করে বলেন, “অন্তর্দ্বন্দ্ব আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত করবে। ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।”
তিনি আরও জানান, আওয়ামী সরকারের পতন গণঅভ্যুত্থানের ফল হলেও প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা ফিরে আসতে পারে। তাই বিপ্লবী শক্তিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাশেদ খান বলেন, “কেউ লক্ষ্যচ্যুত হলে বাকিদের দায়িত্ব তাকে ঐক্যের পথে ফিরিয়ে আনা। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা কেউ নিরাপদ নই।”
Comments