
নির্বাচন পেছানোর জন্যই এখন পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির কথা সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী। তিনি বলেন, এর মাধ্যমে একটি মহল রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এই মন্তব্য করেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, “পিআর পদ্ধতিটা ছিল না, যখন সংস্কার শুরু হয় তখনও এর মধ্যে ছিল না। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসল পিআর পদ্ধতি। কারণ তারা মনে করছে একটা স্কোপ পাওয়া গেছে যে বিএনপিসহ অনেক দল এটা মেনে নেবে না এবং এটা নিয়ে আমাদের যুদ্ধের একটা আইটেম হলে মন্দ হয় না।”
তিনি বলেন, গত ৫৪ বছরের মধ্যে শেষ ১৫ বছরে বাংলাদেশ গণতন্ত্রের দিক থেকে অনেক পিছিয়ে গেছে। এই দীর্ঘ সময়ে স্বৈরতন্ত্রও ব্যর্থ হয়েছে এবং দেশ ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিল। এই কঠিন পরিস্থিতির পর যদি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তাহলে সমস্যার কোনো সমাধান হবে না।
নিলুফার চৌধুরী মনি বলেন, নির্বাচন সংস্কার নিয়ে যত আলোচনা হয়েছে, তার বেশিরভাগই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মেনে নিয়েছে। তিনি বলেন, “৬০০'র ওপরে সংস্কার মানা হয়েছে, মাত্র কিছু সংখ্যক সংস্কারে সমস্যা আছে, ওইটাও মিটে যাবে।”
তিনি আরও বলেন, “এতগুলো সংস্কার মেনে নেওয়ার পর যদি তারা পিআর পদ্ধতি বা গণভোটের মতো বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করে, তাহলে তা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি লড়াইকে অসম্মান করা হবে। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য লড়ে, কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না।”
Comments