Image description

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় আসবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “আমরা চাই বা না চাই—একটি নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় যাবে। অর্থাৎ যত জরিপই হোক না কেন, শেষ পর্যন্ত বিএনপিই জয়ী হবে।”

তিনি আরও বলেন, যদি ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদ মনে করেন যে বিএনপির সঙ্গে একটি কার্যকর সম্পর্ক তৈরি করা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হবে, তাহলে এটিকে তিনি একটি ‘শুভ বার্তা’ বলবেন। তিনি বলেন, “বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নেই।”

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় এবং এটি কোনো রাজনৈতিক দল-সমর্থিত সরকারও নয়। তিনি আশা প্রকাশ করেন, এই সরকার ভবিষ্যতের নির্বাচনে অংশ নেবে না এবং এর কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই।

রুমিন ফারহানা বলেন, “তাই বিএনপি হোক, জামায়াত, এনসিপি বা বাম দল—সবার সঙ্গে একটি কার্যকর সম্পর্ক থাকাটা দেশের জন্যই মঙ্গল।”