Image description

চট্টগ্রামের অক্সিজেন থানাধীন পাবলিক স্কুল গেইট এলাকায় ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার  ১৫ সেপ্টেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা। সেই স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

পথিমধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।